নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ৫টি আসনের ১১টি উপজেলার সবই হাওর অধ্যুষিত। ডিসেম্বর মাস থেকেই শুরু হয় বোরো রোপনের কার্যক্রম। কৃষক, জেলে, শ্রমজীবী মানুষেরা সবাই ভোর থেকেই হাওরে কৃষি কাজ করেন। তাই দিনের বেলায় প্রার্থীরা ভোটাদের দেখা পাওয়াই দায়। হাওরের কাজ শেষে সন্ধ্যায় হাজার হাজার মানুষ বাড়ি ফেরেন। তাই হাওরাঞ্চলে সন্ধ্যার পর হাওরাঞ্চলে জমে উঠে ভোটের জমজমাট প্রচার-প্রচারণা। হাট-বাজারে নির্বাচনী সভা-সমাবেশ আর গ্রামে গ্রামে উঠোন বৈঠক করে গণসংযোগ ও প্রচারণা চালান প্রার্থীরা।
সদর উপজেলার লালপুর গ্রামের সবদর আলী সারা দিন হাওরের কাজ শেষে বাজারে এসেছেন। তিনি বলেন, হারা দিন কাজ কইরা বাজারো আইলাম, এখন ইলেকশন লইয়া আলাপ কররাম। রাইত অইলেও আমরার অনো ইলেকশনর মাত (আলাপ) জইমা উঠে। ছাতকের হলদিউরা গ্রামের আনামুল হক বলেন, দিনে ভোটর আলাপ করার সময় নাই, প্রার্থী আসলেও আমাদের খোঁজে পাবে না, কারণ গ্রামের মানুষ সবাই হাওরে কাজে ব্যস্ত। এজন্য হাওর এলাকায় রাতেই প্রচার-প্রচারণা বেশি হচ্ছে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, হাওর এলাকার গণসংযোগ-প্রচারণাটা ভিন্ন, দিনে সাধারণ ভোটাররা কাজে-কামে ব্যস্থ থাকে, নির্বাচন নিয়ে তখন তাদের ভাবনার সময় থাকে না। রাতে যখন সারা দিনের কাজ শেষে বাজারে যায় তারা তখন ভোটের আড্ডায় মেতে উঠে, এটাই হাওর এলাকার নির্বাচনের সংস্কৃতি।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক বলেন, এখন পৌষ মাস ধান লাগানোর সময়, যারা গৃহস্ত মানুষ তাদের মাঠে থাকতে হয় সারা দিন। তাদের রাতেই পাওয়া যায় বেশি হাট-বাজারে আড্ডায়। সে সময়টাতেই বেশি প্রচারণা চালাই।