হাওরের দেশে চাষের পাঙ্গাস’ই এখন মানুষের ভরসা

নুর উদ্দিন, সুনামগঞ্জ : হাওরের দেশ, মাছের দেশ সুনামগঞ্জ। জেলার হাট-বাজার গুলোতে এখন দেশী মাছের আকাল দেখা দিয়েছে। দেশী মাছের আকালে আমিষের চাহিদা মিটে চাষের পাঙ্গাস, তেলাপিয়া, কৈই, কার্পু, ঘাষকার্পসহ চাষের বিভিন্ন প্রজাতের মাছ দিয়ে। এর মধ্যে বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং দামে কম চাষের পাঙ্গাস। যার জন্য চাষের পাঙ্গাস’ই এখন মানুষের একমাত্র ভরসা।
হাওর, নদী-নালা, খাল-বিল, জলাশয়ে কারেন্ট জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন এবং নদী-নালা, খাল-বিল, জলাশয় শুকিয়ে ও কীটনাশক দিয়ে মাছ ধরার ফলে দিন দিন দেশীয় সুস্বাদু মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। মিঠা পানির দেশীয় সুস্বাদু শোল, গজার, বোয়াল, রুই, চিতল, কার্পু, কার্লবাউশ, গাগট, পাবদা, রাণীমাছ, কই, শিং, মাগুর, ঘাষকার্প, মৃগেল, বাইম, খলিশা, খাইক্কা, কাংলা, মেনি, চিংড়ি, গুতুম, চাপিলা, পুঁটি, টেংরা, মলা মাছসহ কয়েক’শ প্রজাতির মাছ পাওয়া যেতো। যার বেশির ভাগ মাছই আজ বিলুপ্তির পথে। জেলের জালে কিছুটা দেশী ছোট-বড় মাছ ধরা পরলেও চলে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে।
ছাতকের গোবিন্দগঞ্জ মাছ বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, চাষের পাঙ্গাস, কৈই, তেলাপিয়া, কার্পু, ঘাষকার্পসহ বিভিন্ন প্রজাতির চাষের মাছে বাজার সয়লাব হয়ে আছে। এর মধ্যে চাষের মাছের দামও কিছুটা কম। খুবই অল্প পরিমান দেশী ছোট মাছ উঠলেও মূল্য অত্যধিক। বাজারে আগত ক্রেতারা দেশীয় মাছের পরিবর্তে চাষের মাছ কিনতে বেশি স্বাচ্ছ্যন্দবোধ করছেন। তবে চাষের মাছের মধ্যে পাঙ্গাস ও তেলাপিয়ার দাম কম হওয়ায় বেশি কিনতে দেখা যায় সাধারণ ক্রেতাদের। বাজারে মাছ কিনতে আসা এমএ মতিন জানান, দেশীয় মাছ বাজারে খুবই অল্প হওয়ায় দাম খুব বেশি। চাহিদা থাকা সত্যেও স্বাদ্য নেই কিনার। যার কারণে অনেকে চাষের তেলাপিয়া মাছ কিনেছেন।
ছাতকের হলদিউরা গ্রামের আব্দুল সোবহান দেশি মাছ কমার কারণ প্রসঙ্গে জানান, হাওর জলাশয়ে কারেন্ট জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন, সেচ দিয়ে শুকিয়ে ও কীটনাশক দিয়ে মাছ ধরার ফলে দিন দিন দেশীয় মাছ কমে গেছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে ব্যালট পেপারে সিল দেওয়ায় দু’জন প্রিসাইডিং অফিসারের শাস্তি
পরবর্তী নিবন্ধনুসরাতের শোকে ভাই রায়হান হাসপাতালে