হাওরবাসীর ঈদ : চাইল কেনার টেকা নাই কাপড় কিনুম ক্যামনে

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

চাইল কেনার টেকা নাই কাপড় কিনুম ক্যামনে? পোলাপান ঈদে নতুন জামাকাপড়ের লাইগা বায়না ধরে হেরারে বুঝাইয়া রাখছি। ঈদের দিন ফিরনি সেমাই তো দূরের কথা নুন চাল ডাল কেনাই তো বড় দায় এভাবে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বলদা ও লুবারহাওরের তীরবর্তী পুছনা গ্রামের ফুলবানু (৫০) তাদের কষ্টের কথা বলেছেন। আসছে ঈদ তাদের জন্য কোন খুশির বার্তা বয়ে আনছে না। সীমাহীন অভাব আর অনটনে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। অকাল বন্যায় একমাত্র ফসলহানির ঘটনায় সুনামগঞ্জের হাওর এলাকায় চলছে তীব্র অভাব আর অনটন। কোথাও কোন কাজ নেই কর্মক্ষম নারীপুরুষ বেকার দিনযাপন করছেন। দৈনিক আয়-রোজগার না থাকায় প্রতিদিন কাটাতে হচ্ছে দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে। বিগত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে হু হু করে বেড়ে গেছে মোটা চালের দাম। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির দামও বেড়ে গেছে। গত ২৯ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, দিরাই, শাল্লা,জগন্নাথপুর,দক্ষিণ সুনামগঞ্জসহ ১১ টি উপজেলার ছোটবড়ো ১৪২ টি হাওরের কাচা ধান পানিতে তলিয়ে গেছে। এতে সরকারী হিসেবে ১ লাখ ৬৭ হাজার হেক্টর জমির ধান বিনষ্ট হয়েছে। কিন্তু বেসরকারী ভাবে ক্ষয়ক্ষতি ২ লাখ হেক্টর ছাড়িয়েছে। ফসলহানির পর কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে হাওরবাসী মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একের পর এক দুর্যোগে বিপর্যস্ত হাওরবাসীর সামনে কোন স্বপ্ন নেই অনেকটা দুঃস্বপ্œের মধ্যেই বসবাস করছেন তারা। আগামী বোরো ফসল ঘরে ওঠার আগ পর্যন্ত তাদের দুর্যোগ আর অভাব অনটন পিছু ছাড়বে না। বর্তমানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হাওরবাসীর জন্য মাত্র দেড়লাখ ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারী খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। যা কিনা চাহিদার তুলনায় খুবই নগন্য। হাওরের বিশাল জনগোষ্ঠী খাদ্য সহায়তার বাইরে রয়ে গেছে। বেসরকারী পর্যায়ে উল্লেখযোগ্য কোন ত্রান তৎপরতা নেই। ফলে খুব কষ্টে হাওরবাসীর দিন কাটছে। পুছনা গ্রামের লাহেলা খাতুন বলেন, তাদের গ্রামের ৭২ টি অতি দরিদ্র পরিবারের বসবাস কিন্তু ভিজিএফ এর চাল পায় মাত্র চারটি পরিবার। এতেই বুঝা যায় ত্রান কতোটা পর্যাপ্ত। একই গ্রামের রোজিনা আক্তার বলেন, নিজের পিন্দনের কাপড় নেই। তার স্বামী বছরে দুটি কাপড় দেয় এবছর ফসল ডুবে যাওয়ায় তিনি তার সন্তান ও স্বামী কেউ ই কাপড় কিনতে পারেনি। তাই জোড়া তালির কাপড় দিয়ে কোন রকম শরীর ঢেকে রাখছেন তারা। ষাটোর্ধ্ব তোলা মিয়া বলেন, জীবনে অনেক অভাব তিনি দেখেছেন কিন্তু এরকম অভাব কোন দিন দেখেননি। ভাতের অভাব কাপড়ের অভাব, টাকার অভাব, কর্মসংস্থানের অভাব চারদিকে খালি অভাব আর অভাব। যতদিন যাচ্ছে অভাব আরও প্রকট আকার ধারন করছে। শাহানা বেগম বলেন, সরকার ওএমএস এর চাল দেয় এ চাল কেউ পায় আর কেউ পায় না। ডিলার চালের বস্তার মুখ খোলার সঙ্গে সঙ্গে শতশত অভাবী মানুষ চালের দোকানে হুমরি খেয়ে পড়ে। নিমিষেই শেষ হয়ে যায় চাল। কেউ ভরা হাতে কেউবা খালি হাতে বাড়ি ফিরে। মনোয়ারা বেগম বলেন আমার পুত নাই ক্ষেত নাই তিনটি ঝি সম্বল। সরকারী কোন সাহায্য আমার কপালে জোটেনি। ত্রান ও পুর্নবাসন অফিস সুত্রে জানাযায়, ঈদের আগে ১১ টি উপজেলা ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৯২৭ টি ও ৪টি পৌরসভায় ১৫ হাজার ৪০৪ টি ভিজিএফ কার্ডের আওতায় ১ হাজার ৫৯৪ মেট্রিকটন চাল বিতরন করা হবে। এসব চালের মধ্যে সদর উপজেলার ৯টি ইউনিয়নে ১৮,৩০১ ভিজিএফ কার্ডধারীর মধ্যে ১৮৩ টন, দক্ষিণ সুনামগঞ্জের ৮ টি ইউনিয়নে ৮,৫৫০ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ৮৫.৫০টন, জগন্নাথপুরের ৮ টি ইউনিয়নের ১৮০৬৩ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ১৮০.৬৩ টন, ছাতকের ১৩ টি ইউনিয়নের ২৮০৭০ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ২৮০.৭০ টন, দিরাইয়ের ৯টি ইউনিয়নের ১৬৪৫৬ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ১৬৪.৫৬ টন, শাল্লার ৪ টি ইউনিয়নের ৮১০৪ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ৮১.৪০টন, দোয়ারাবাজারের ৯ টি ইউনিয়নের ১০৫১৫ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ১০৫.১৫ টন, জামালগঞ্জের ৬ টি ইউনিয়নের ৭৯৬৬ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ৭৯.৬৬ টন, বিশ্বম্ভরপুরের ৫ টি ইউনিয়নের ৭৪৪৭ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ৭৪.৪৭ টন ও ধর্মপাশা উপজেলার ১০ টি ইউনিয়নের ১০৩৪৪ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ১০৩.৪৪ টন এবং সুনামগঞ্জ পৌরসভার ৪৬২১ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ৪৬.২১ টন, ছাতক পৌরসভার ৩০৮১ জনের মধ্যে ৪৬.২১টন, জগন্নাথপুর পৌরসভার ৩০৮১ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ৩০.৮১ টন ও দিরাই পৌরসভার ৩০৮১ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ৩০.৮১ টন চাল বিতরন করা হবে। চেয়ারম্যান মেম্বারের দুয়ারে দুয়ারে ঘুইরাইও একটি কার্ড পাননি তিনি। বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন সরকার যে সাহায্য করছে তা প্রয়োজনের তুলনায় কিছুই না। এ সাহায্যের পরিমাণ আরও বাড়াতে হবে না হলে হাওরের বিশাল জনগোষ্ঠী খাদ্যনিরাপত্তা পাবে না। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, রমজান ও ঈদ উপলক্ষ্যে সরকারের ভিজিএফ কর্মসুচির আওতায় পরিবার প্রতি ১০ কেজি করে মোট ১ হাজার চারশ ৩৯ মেট্রিকটন চাল উপজেলা পর্যায়ে ও চারটি পৌরসভায় ১৫৪ মেট্রিকটন চাল দেয়া হবে। এসব চাল । ঈদের আগেই বিতরন করা হবে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও মহিলাদের কর্মসংস্থানের জন্য বেসরকারী উদ্যোগে সেলাই মেশিন প্রদান করা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধহাওরাঞ্চলে এইচএসসি ভর্তিতে কলেজে গলাকাটা ফিস
পরবর্তী নিবন্ধমির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা