পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।
প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ১০ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এই তারিখ ধার্য করেন।
আজ এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেননি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ূন কবির।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা হলেন – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, নব্য জেএমবির মিজানুর রহমান ওরফে বড় মিজান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান ওরফে রিগ্যান ও সোহেল মাহফুজ।
গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা চালায় নব্য জেএমবি। এতে দেশি বিদেশিসহ মোট ২২ জন নিহত হয়। এর মধ্যে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ২ জুলাই কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় পুলিশ গুলশান থানায় মামলা দায়ের করে।