হলিউড পারলে আমরাও পারব !

রাজু আনোয়ার: সিনেমার ডিজিটালাইজেশন প্রসঙ্গে সংসদ সদস্য ও নায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) বলেন,আমরা শুধু মুখে মুখেই ডিজিটাল সিনেমা বলি। কিন্তু কাজে সেটা দেখা যায় না। আমাদের কিছু সমস্যা আছে তা ঠিক। আমাদের হলগুলোতে টু-কে প্রোজেক্টর নেই, সাউন্ডের জন্য যেই আধুনিক মেশিন দরকার, সেটা নেই। আমি বলব, আজকে হলিউড যদি পারে, আমরাও পারব। হলিউড কি পৃথিবীর বাইরের কিছু নাকি? তারাও তো আমাদের মতো মানুষ।
কথাগুলো বললেন বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক এবং বর্তমান সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ২৭ এপ্রিল, শনিবার রাতে রাজধানীর একটি অভিতাজ হোটেলে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেবাজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি।
সিনেবাজ’-এর উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ফারুক আরো বলেন, সিনেবাজ’কে আমার অন্তর থেকে ভালোবাসা দিলাম। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমি মন থেকে চাই, আপনারা ভালো কিছু করেন। সামনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। আমি সিনেবাজকে বলব, আপনারা বঙ্গবন্ধুকে নিয়ে একটা শর্টফিল্ম বানান। এবং সেখানে যদি কোনোভাবে আমাকে প্রয়োজন পড়ে, তাহলে আমাকে অবশ্যই ডাকবেন। আমি চলে আসব।
ফারুক আরও বলেন, সিনেমার পৃথিবী একটা। সমস্ত পৃথিবীর সিনেমার মানুষ একই মায়ের সন্তান। আমাদের শিল্পীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বর্ডার। এই বর্ডারের কারণেই বিভক্ত হয়ে থাকি আমরা। কিন্তু শিল্পীর কোনো দেশ নেই, জাত নেই। আমরা সবাই একটি পৃথিবীর মানুষ।
এদিকে ঢাকাই সিনেমার দুঃসময়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ-এর যাত্রাকে সবাই শুভ লক্ষ্মণ হিসেবেই দেখছেন। এই প্রতিষ্ঠান থেকে বছরে চারটি সিনেমা নির্মাণ করা হবে। এদেশে সাধারণত মশলাদার সিনেমা নির্মিত হলেও সিনেবাজ ঘরানাভিত্তিক সিনেমা বানাবে।
সিনেবাজ-এর ক্রিয়েটিভ ডিরেক্ট হিসেবে আছেন নির্মাতা ইফতেখার চৌধুরী। প্রতিষ্ঠানটির সিইও শাম ইসলাম, চেয়ারপার্সন জ্যোৎস্না ইসলাম এবং ডিরেক্টর অব কমিউনিকেশন হিসেবে আছেন অভিনেতা স্বাধীন খসরু।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নগর বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে
পরবর্তী নিবন্ধছোটপর্দায় দেখবেন তারায় ভরা বাচসাসের ঝলমলে রজনী