পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে অর্ধদিবস হরতাল চলছে। তবে পিকেটিং-ভাংচুর-বিশৃঙ্খলাহীন এই হরতালের প্রভাব পড়েনি রাজধানীর রাজপথে। সকাল থেকেই প্রায় স্বাভাবিক ছিল রাজধানীর যান চলাচল।
হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের করলেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে শাহবাগে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ একপর্যায় টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই সংঘর্ষে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বেশ কয়েকটি সংগঠনের ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন হরতালকারীরা।
সেই সংঘর্ষের পর আপাতত শান্ত রয়েছে শাহবাগ এলাকা। পুলিশের ব্যারিকেডের কারণে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যান চলাচল করছে না। এছাড়া মোহাম্মদপুরে হরতালের সমর্থনে মিছিল হয়েছে। ফার্মগেট, কারওয়ান বাজার, আসাদগেট, বিজয় সরণি, আগারগাঁও, মহাখালী, বনানীর মত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।