হবিগঞ্জে ১০ টাকার জন্য যুবক খুন

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দশ টাকার ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ডিশ লাইনের অপারেটর দুলাল মিয়াকে খুন (২৫) করা হয়েছে।

হত্যার দায় স্বীকার করে এ হত্যার ঘটনায় গ্রেফতার আল আমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রোববার বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছারুল আলমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘাতক আল আমিন এ হত্যার দায় স্বীকার করে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সিএনজিচালিত অটোরিকশার ১০ টাকা ভাড়া নিয়ে উপজেলার বরগ গ্রামের দুলাল মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে ডিশ লাইনের অপারেটর দুলালের দ্বন্দ্ব হয়। এর জের ধরে গত ৪ মার্চ রাত পৌনে ১১টার দিকে উপজেলার ছাতিয়াইন বাজারের অদূরে দুইজন জাপটে ধরে এবং একজন ডিশ লাইনের অপারেটর দুলালের বুকে ছুরিকাঘাত করে। এসময় ঘাতকরা দুলালের মোবাইল ফোনটি নিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত দুলালের মামা স্বপন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

এদিকে নিহত দুলালের মোবাইল সিম কার্ডটি ব্যবহার করত আল আমিন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান সনাক্তের পর শনিবার কুমিল্লা শহর থেকে আল আমিনকে গ্রেফতার করেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম।

তবে তদন্তের স্বার্থে এ হত্যার ঘটনায় জড়িত অপর দুইজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

নিহত দুলাল সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার  সিলাম এলাকার আলতা মিয়ার ছেলে। তিনি ছোট থেকেই ছাতিয়াইন গ্রামে নানা রঙ্গু মিয়ার বাড়িতে বসবাস করত।

পূর্ববর্তী নিবন্ধভিডিও নয় একটি আপত্তিকর সেলফি আছে, দাবি ইভানের
পরবর্তী নিবন্ধ‘ভূমিতে দুর্নীতি আছে, অস্বীকার করা যায় না’