পপুলার২৪নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার ডুবাই বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক উপজেলার ডুবাই বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শায়েস্তগঞ্জগামী টমেটো বোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।