হন্ডুরাসে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৪

পপুলার২৪নিউজ ডেস্ক:
হন্ডুরাসে একটি ফুটবল স্টেডিয়ামে পুলিশের ধাওয়ায় পদদলিত হয়ে অন্তত ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার স্থানীয় চ্যাম্পিয়নস লীগের একটি ম্যাচ শুরুর আগে দেশটির রাজধানী তেগুসিগালাপার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

হাসপাতালের মুখপাত্র মিগুয়েল ওসরিয়ো জানান, দেশটির দুই ক্লাব মোতাগুয়া ও হন্ডুরাস প্রগিরুসোর মধ্যকার খেলাটি দেখার জন্য ৩৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির সব টিকেট আগেই শেষ হয়ে যায়। এরপরেও কিছু দর্শক জোরপূর্বক ঢুকতে চাচ্ছিল।

পুলিশ তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। এ সময় পদদলিত হয়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পরে হাসপাতালে আনার পরে আরও দু’জনের মৃত্যু হয়।

পুলিশ মুখপাত্র লুউস বারাহোনা বলেন, স্টেডিয়ামটিতে ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি টিকেট বিক্রি করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচেন্নাইয়ের নিখোঁজ মডেলের জন্য চলছে অনলাইন সার্চ
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘মোরা’ এগিয়ে আসছে, উপকূলে ব্যাপক প্রস্তুতি