পপুলার২৪নিউজ ডেস্ক:
হন্ডুরাসে একটি ফুটবল স্টেডিয়ামে পুলিশের ধাওয়ায় পদদলিত হয়ে অন্তত ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
রোববার স্থানীয় চ্যাম্পিয়নস লীগের একটি ম্যাচ শুরুর আগে দেশটির রাজধানী তেগুসিগালাপার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
হাসপাতালের মুখপাত্র মিগুয়েল ওসরিয়ো জানান, দেশটির দুই ক্লাব মোতাগুয়া ও হন্ডুরাস প্রগিরুসোর মধ্যকার খেলাটি দেখার জন্য ৩৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির সব টিকেট আগেই শেষ হয়ে যায়। এরপরেও কিছু দর্শক জোরপূর্বক ঢুকতে চাচ্ছিল।
পুলিশ তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। এ সময় পদদলিত হয়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পরে হাসপাতালে আনার পরে আরও দু’জনের মৃত্যু হয়।
পুলিশ মুখপাত্র লুউস বারাহোনা বলেন, স্টেডিয়ামটিতে ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি টিকেট বিক্রি করা হয়েছিল।