হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন জিওমারা ক্যাস্ত্রো

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে প্রথমবার কোনো নারী এবার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করেন ৬২ বছরের জিওমারা ক্যাস্ত্রো। দেশটির নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে প্রথম নির্বাচিত এই নারী প্রেসিডেন্টকে।

বামপন্থি লিব্রে পার্টির এই নেত্রী গতবছর ২৮ নভেম্বরে ভোটে জয় লাভ করেন। রাজধানী তেগুতিগালপার জাতীয় স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে হয় তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

দেশবাসীকে তিনি তার বক্তব্যে বলেন, বিভিন্ন সংকটে জর্জরিত হন্ডুরাসের দায়িত্ব গ্রহণ করতে তিনি প্রস্তুত। তবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা আনতে প্রয়োজনে কঠোর হওয়ার কথাও বলেন তিনি।

জিওমারা ক্যাস্ত্রোর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। অভিষেকের পর ক্যাস্ত্রোর সঙ্গে তিনি প্রথম বৈঠক করেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন ক্যাস্ত্রোর স্বামী ম্যানুয়েল জেলায়া। সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী নিবন্ধমার্কিন ঘাঁটির কাছে বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা
পরবর্তী নিবন্ধইসি আইন ক্ষমতা অব্যাহত রাখার কৌশল মাত্র: আ স ম আবদুর রব