রোববার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলম এ পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভূক্ত নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদক মুন্সি আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস প্রমুখ রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালে বিএনপি-জামায়াতের ডাকে হরতাল-অবরোধ চলাকালে ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতিতে পেট্রল বোমা হামলায় নিহত হন সিএনজি যাত্রী ও শহরের পান ব্যবসায়ী গনেশ দাস। এ অভিযোগে সিরাজগঞ্জ সদর থানার এসআই দুলাল হোসেন বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্র শিবির ও যুবদলের ১২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর থানার জিআরও মোহাম্মদ সেলিম জানান, বর্তমানে এ মামলার ৮২ জন আসামি জামিনে এবং তিনজন কারাগারে রয়েছেন।