সড়ক পরিবহন আইন বিষয়ে সচেতনতায় সিএমপির লিফলেট বিতরণ

মুজিব উল্ল্যাহ্ তুষার :

চট্টগ্রাম মহানগরে মোটর সাইকেল, প্রাইভেটকারসহ সকল ধরণের পরিবহনেরমালিক-চালক ও
হেলপারদেরকে সড়ক পরিবহন আইন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সিএমপি।
এরই অংশ হিসেবে সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে এ আইনের বিভিন্ন ধারায় জরিমানা ও
শাস্তি সম্পর্কে  অবহিত করতে  নগরের বিভিন্ন স্থানে সচেতনতামুলক  লিফলেট বিতরণ
করা হয়েছে

লিফলেটে বলা হয়, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা
আনয়ন, দূর্ঘটনা রোধ, বেপরোয়া গাড়ি চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন
চিনে গাড়ি চালানো, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার
লক্ষ্যে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে। আর এ আইন অমান্য করলে বিভিন্ন ধারায়
জরিমানা ও শাস্তি প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো ৩ ক্রেতা
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন