সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা নিহত ও ছেলে আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কানাবুড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাজমা খাতুন (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যা গ্রামের ধান ব্যবসায়ী আবুল কাসেমের স্ত্রী। আহতর নাম জুবায়ের আহম্মেদ (২৩)। তিনি নিহতের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুল্যা গ্রামের জুবায়ের আহম্মেদ জানান, শনিবার সকালে তিনি মা নাজমা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ১০টার দিকে তারা কানাবুড়ির মোড়ে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে যেয়ে তার মা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় সাতক্ষীরাগামী একটি পণ্যভর্তি ট্রাক তার মাকে চাপা দেয়। এ সময় তিনিও মোটরসাইকেল থেকে পড়ে আহত হন।
ঘটনাস্থলেই মা মারা যান। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে মায়ের লাশ বাড়িতে নিয়ে যান।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে চিকিৎসার অবহেলায় নববধূর মৃত্যুর অভিযোগ
পরবর্তী নিবন্ধছাতকে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা