সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অর্থহীন ব্যান্ডের সুমন

পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্যাংককে মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন অর্থহীন ব্যান্ডের সুমন। এতে তার মুখের বিভিন্ন অংশ ফেটে ও থেতলে যায়। তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

গত ১৭ জুন শহরটির সকুমভিতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।

তবে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যান। সেখানে ১১টি অস্ত্রোপচার হয় সুমনের শরীরে।

ব্যান্ড দলটির ম্যানেজার রাজু আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চেকআপের জন্য ব্যাংককে গিয়েছিলেন সুমন। স্যামিতিভেজ হাসপাতালেই সেদিন ছোট একটা অস্ত্রোপচারের পর হোটেলে ফিরছিলেন তিনি। গলির ভেতর দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে জ্ঞান হারান সুমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে সুমন বলেন, ওই হাসপাতালে পরিচিত এক চিকিত্সক কর্তৃপক্ষকে বিল পরিশোধ করে অস্ত্রোপচারের নির্দেশ দেন।

এদিকে রাজু জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে আরো মাস দুয়েক সময় লাগবে।

প্রসঙ্গত, ২০১২ সালের দিকে ক্যান্সারে আক্রান্ত হন সুমন। সার্জারির প্রয়োজনে প্রায়ই ব্যাংককে যান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবর্ষা মৌসুমেও চলছে রাস্তা সংস্কারের কাজ, যানজটে নাকাল রাজধানীবাসী
পরবর্তী নিবন্ধপূজায় আসছে ‘ইয়াতির অভিযান’