স্যামসাংয়ের উত্তরাধিকারীর ৫ বছরের কারাদণ্ড

পপুলার২৪নিউজ ডেস্ক :
দুর্নীতির দায়ে স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জে ইয়ংকে (৪৯) পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত।
লি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান। শুক্রবার সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্ট তার এ সাজা ঘোষণা করে।রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাতব্য একটি প্রতিষ্ঠানকে ৩৬ মিলিয়ন মার্কিন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই প্রতিষ্ঠান পরিচালনা করতো দেশটি ক্ষতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিওন হে’র কথিত প্রেমিক চুই সুন সিল। –  বিবিসি

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-নেপালকে যুক্ত করতে পশ্চিমবঙ্গে সেতু হচ্ছে
পরবর্তী নিবন্ধসড়ক বিভাগের সকল প্রকৌশলীর ছুটি বাতিল: সেতুমন্ত্রী