পপুলার২৪নিউজ ডেস্ক:
স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে সৌদির ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা। উপগ্রহের ছবিতে এমনই নকশার ইঙ্গিত মিলেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশানাল স্টাডিসের একদল বিশেষজ্ঞের। এ দলটি গত বুধবার এ মন্তব্য করে।
রাজধানী রিয়াদের কাছাকাছি আল-ওয়াতাহ এলাকায় এ ক্ষেপণাস্ত্র নির্মাণ ঘাঁটি গড়ে তুলেছে সৌদি।
এতে দেখা গেছে, তেলকুবের সৌদি আরব তার প্রথম ব্যালিস্টিক মিসাইলের কারখানা গড়ে তুলছে। অস্ত্রশস্ত্রের বিশেষজ্ঞ এবং উপগ্রহের ছবির পর্যবেক্ষকদের মত অনুযায়ী, ৩৩ বছরের সৌদির যুবরাজ পারমাণবিক শক্তি বৃদ্ধি করতেই গড়ে তুলছেন এই ব্যালিস্টিক মিসাইলের কারখানা। খবর ওয়াশিংটন পোস্টের।
মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশানাল স্টাডিসের পারমাণবিক অস্ত্রের বিশেষজ্ঞ জেফরি লুইস বলেন, ‘সৌদি আরব পারমাণবিক শক্তি বাড়াতে এবং বড় দূরত্বে আঘাত হানতে মিসাইল তৈরি করছে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা মনে করি না তারা তা করতে সক্ষম।
তিনি বলেন, কিন্তু এটা হতেই পারে যে আমরা তাদের ক্ষমতাকে কম গুরুত্ব দিচ্ছি। ছবিগুলি আরও পর্যবেক্ষণ করে দেখতে হবে।’