স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে গেছেন ১১ জনের একটি প্রতিনিধিদল।

রোববার (১৪ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে ১১ সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান। পুলিশ সদস্যরা তাদেরকে ভেতরে নিয়ে যান।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন- সারজিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, হান্নান মাসুদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, মেহেরুন্নেসা নিদ্রা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগুলিস্তানে অবরোধে যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী