স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক হলেন উর্মি ঢালী

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: উর্মি ঢালী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। মুকসুদপুরের সন্তান বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব পাওয়ায় মুকসুদপুরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আনন্দের বন্যা। উর্মি ঢালী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার জন্মস্থান মুকসুদপুরে এবং উর্মি ঢালীর ফেসবুক পেজে অভিনন্দন, লাইক, কমেন্টস, শেয়ারে নিউজ ফিড সয়লাব হয়ে আছে। নেতৃত্ব পাওয়ায় গোপালগঞ্জ ১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার তাকে অভিনন্দন জানিয়েছেন। মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামের বাসিন্দা নিমচাঁদ ঢালীর সন্তান উর্মি ঢালী। ১৯৯৬ সালে বেদগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে ৫শ্রেণী পাশ করার পরে বেদগ্রাম হাইস্কুল থেকে ২০০২ সালে মাধ্যমিক পাশ করেন। ২০০৪ সাতপাড় সরকারি নজরুল কলেজে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেন। এর পরে ২০০৫-২০০৬ শেসনে পদার্থ বিজ্ঞানে সম্মান শ্রেণীতে ভর্তি হন ইডেন কলেজে। পদার্থ বিজ্ঞানে মাস্টার্স শেষ করেন ২০১০ সালে। ইডেন কলেজ ছাত্রলীগের নিঝুম তানিয়া কমিটির সাবেক নেত্রী। মাধ্যমিক উচ্চমাধ্যমিক অনার্স মাস্টার্স সবক্ষেত্রেই ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন। সরকারি নজরুল কলেজে থাকতেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ইডেন কলেজে ছাত্রলীগের নেতৃত্ব দেন। এর পরে কেন্দ্রীয় ছাত্রলীগ ( সোহাগ-নাজমুল) এবং সোহাগ-জাকির কমিটিতে দায়িত্ব পালন করেন। এর পরে বিগত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ( মোল্যা আবু কাওসার- পংঙ্কজ দেব নাথ) কমিটির নেতা ছিলেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে নির্মল রঞ্জন গুহ সভাপতি এবং আফজালুর রহমান বাবু সাধারন সম্পাদক নির্বাচিত হন। বর্তমান ওই কমিটির পুর্ণাঙ্গ কমিটিতে উপ মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। এক প্রতিক্রিয়ায় উর্মি ঢালী জানান জাতির জনকের পুণ্যভুমিতে জন্মগ্রহণ করেছি। যতদিন জীবিত থাকবো ততদিনই জাতির জনকের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখবো।তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শ্রী নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক জনাব এ কে এম আফজালুর রহমান বাবু’র প্রতি।

পূর্ববর্তী নিবন্ধমাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপি দায়ী: কাদের