স্বাস্থ্যের পদত্যাগ করা ডিজি ও বর্তমান এডিজিকে ডিবি’র জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: জোবেদা খাতুন হেলথ কেয়ার (জেকেজি) প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।তাদের মধ্যে রয়েছেন- সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অপরজন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক নাসিমা সুলতানা।

বুধবার (২২ জুলাই) অধিদফতরে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন ডিবি’র কর্মকর্তারা।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (জেসি) মো. মাহবুব আলম এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা পরীক্ষার বিষয়ে জেকেজি হেলথ কেয়ারকে অনুমোদন দেওয়ার বিষয়ে কিছু কাগজপত্র চেয়ে অধিদফতরে গিয়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কী কী বিষয়ে প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়েছে তা জানতেই তাদের ডেকেছি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধআগামী বছর জলাবদ্ধতা তৈরি হবে না : মেয়র আতিক
পরবর্তী নিবন্ধকক্সবাজারে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত ৬