স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, সিরাজদিখানে র‍্যালী ও আলোচনা সভা

মিজানুর রহমান, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে সারাদেশে ন্যায় একযুগে ২৭ মার্চ ও ২৮ মার্চ এই ২ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা, র‍্যালী সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের লিচুতলা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাত, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুম আরা, উপজেলা প্রকোশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি নাগ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো.ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধসরকারের নমনীয়তাকে দুর্বলতা ভাববেন না: মন্ত্রী