স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে রাশিয়ার বঙ্গবন্ধু পরিষদ

পপুলার২৪নিউজ ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে রাশিয়ার বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন একুশে পদক প্রাপ্ত লেখক, গবেষক ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। এছাড়া, পরিষদের অন্যান্য সদস্যবৃন্দও যুক্ত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং তাঁর কর্ম ও জীবনের উপর আলোচনা করা হয়। এসময় বাংলাদেশ ছাত্রলীগের একটি দল দেশাত্ববধক গান পরিবেশন করেন। অংশগ্রহণকারী সকলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অঙ্গিকার করেন।

পূর্ববর্তী নিবন্ধজানুয়ারির মধ্যেই দেশে আসছে করোনা ভ্যাকসিন
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৯