স্পোর্টস ইনস্টিটিউটের ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট, ফুটবল তো আছেই, বাকি সব ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ যেন স্রেফ অংশগ্রহণের জন্যই। অলিম্পিকে একটা পদকও বাংলাদেশে আসেনি এখন পর্যন্ত। তার কারণ হিসেবে দেখা হয় অনুন্নত অবকাঠামো ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবকে।

সে অবকাঠামো ও সুযোগ সুবিধার অভাব ঘোচাতে এবার স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টা নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক মান সম্পন্ন, দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও সুযোগ সুবিধা প্রদান করবে।’

‘ইউকে, ইউএসএ, চীন ও ফ্রান্সের স্পোর্টসের মেলবন্ধনে যে ফলাফল ও সাফল্য তারা অর্জন করেছে তা দেশের মাটিতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের অন্যতম লক্ষ্য।’

পূর্ববর্তী নিবন্ধমিতু হত্যা মামলায় বাবুলের জামিন নামঞ্জুর 
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ভারী বর্ষণে বন্যা: নিহত ৮