স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাক্ষাৎ করবেন আজ (২৪ জানুয়ারি)। দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে ওই দিন দুপুর দুইটায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমরা সংসদ সচিবালয় থেকে সময় পেয়েছি। মঙ্গলবার দুপুর ২টায় স্পিকারের সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন। সাক্ষাতে বিস্তারিত আলোচনার পর জানানো হবে।

এর আগে রোববার (২২ জানুয়ারি) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সিইসির সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সাক্ষাৎ হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও অনুপ্রাণিত করে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমিরপুর-উত্তরার দূরত্ব কমাল মেট্রোরেলের সংযোগ সড়ক