নিজস্ব প্রতিবেদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।
প্রথম মামলায় আসামি করা হয়েছে নূরজাহান বেগমকে। তার বিরুদ্ধে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন ও এক কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে স্ত্রী সম্পদশালী হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে মহিউদ্দিন আহমেদকে। তার বিরুদ্ধে এক লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া দুই কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ এর (২) ও ২৭ এর (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।