স্টাম্প ভাঙায় সাকিবকে খোঁচা শেবাগের

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নেই সেই ২০১৩ সাল থেকে। এখন তো অবসরেই আছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ততা কমেনি বীরেন্দ্র শেবাগের। যেখানে অন্যের সমালোচনাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তিকে। শুক্রবার ঢাকার মাঠে প্রিমিয়ার লিগে সাকিবের কাণ্ডের ভিডিওটা চোখে পড়েছে তার। এবার বাংলাদেশের এই তারকাকেও খোঁচা দিলেন তিনি!

যদিও বিশেষ কিছুই লেখেননি টুইটে। ‘৭ ক্রিকেট’ নামের একটি অস্ট্রেলিয়ান টুইটার অ্যাকাউন্টের টুইট রিটুইট করেন শেবাগ। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিবের একটি ছবি দিয়ে জুড়ে দেন স্যাড ইমোজি! মানে স্টাম্প ভাঙার ব্যাপারটায় কষ্ট পেয়েছেন তিনি।

আর ‘৭ ক্রিকেট’ -এর টুইটে যা লেখা ছিল, তার অনুবাদ অনেকটা এমন- ‘সাকিব আল হাসান একেবারে হেরে গেছেন- একবার নয়, দুবার!’ ভুল বলা হয়নি, শুক্রবার নিজেকে ঠিক ধরে রাখতে পারেন নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। আবাহনীর বিপক্ষে ম্যাচে মিরপুরে মেজাজ হারিয়ে যে কাণ্ড করেছেন তার জন্য ক্ষমাও চেয়েছেন।

আবাহনীর রান তাড়ার পঞ্চম ওভারে প্রথম ঘটনা ঘটে। সাকিবের টানা দুই বলে ছক্কা ও চার হাঁকান আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম। একই ওভারের শেষ বলে মুশফিকের প্যাডে লাগে বল। বোলার সাকিব আম্পায়ারের দিকে তাকিয়ে আবেদন করার পরই বাঁপায়ে লাথি মারেন স্টাম্পে। এখানেই শেষ নয়, আম্পায়ার ইমরান পারভেজের সঙ্গে তর্ক শুরু।

এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম বলে যখন বৃষ্টি শুরু হলে মাঠকর্মীদের দিকে ইশারায় কাভার আনতে বলেন আম্পায়ার মাহফুজুর রহমান। তখন সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে কিছু বলেন। তারপরই তিনটি স্টাম্পই তুলে আছাড় মারেন মাটিতে।

এমন ঘটনার পর অবশ্য ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সমালোচনা ঠিকই শুনতে হচ্ছে। ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেটে এমন ঘটনা যে বিরল!

পূর্ববর্তী নিবন্ধ৪ গোলরক্ষক নিয়ে কোপার চূড়ান্ত দল আর্জেন্টিনার
পরবর্তী নিবন্ধমা হওয়ার পর অভিনয় ছেড়ে দিলেন অনিতা