স্কটল্যান্ডকে ৭৭ রানে গুটিয়ে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে আগের ম্যাচে কেনিয়াকে মাত্র ৪৫ রানে অলআউট করে ৮০ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। এবার তারা স্কটল্যান্ডকে ৭৭ রানে গুটিয়ে জিতেছে ৯ উইকেট আর ২৮ বল হাতে রেখে।

আজ (রোববার) কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে স্কটল্যান্ড। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি তারা।

১৭.৩ ওভারে স্কটিশরা অলআউট হয় ৭৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সারা ব্রিস। কেটি ম্যাকগিল ১৩ বলে খেলেন ২২ রানের ঝড়ো ইনিংস। বাকিদের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার আর সানজিদা আক্তার মেঘলা।

জবাবে ইনিংসের প্রথম বলেই শামীমা সুলতানাকে হারালেও মুর্শিদা খাতুন আর ফারজানা খাতুন অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। মুর্শিদা ৫৫ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। ৩৬ বলে ২০ করেন ফারজানা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের আতিথেয়তার তারিফ করলেন ক্রিস গেইল
পরবর্তী নিবন্ধঅন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-শাশুড়ি গ্রেফতার