সৌম্যের বিদায় দিয়ে দিনের শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক:
স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার।

গতকালের ৬৬ রানের সঙ্গে আর মাত্র পাঁচ রান যোগ করতে পেরেছেন তিনি। সুরঙ্গা লাকমালের বলে সৌম্য কুমারার তালুবন্দি হন দলীয় ১৪২ রানে।

ব্যক্তিগত ৪ রানে সুরঙ্গা লাকমালের বলেই গালিতে ক্যাচ দিয়েছিলেন সৌম্য। অবশ্য বলটা হাতে জমাতে পারেননি দিলরুয়ান পেরেরা। জীবন পেয়েও নিজের ইনিংসকে বড় করতে ব্যর্থ হলেন এই বাম হাতি ওপেনার।

প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬২/৩। মুশফিকুর রহিম ৭ এবং সাকিব আল হাসান ১৭ রানে ক্রিজে আছেন।

এর আগে গলেতে টস জিতে স্বাগতিক শ্রীলংকা কুশাল মেন্ডিসের ১৯৪, আসেলা গুনারত্নের ৮৫, ডিকভেলার ৭৫ রান ও পেরেরার ৫১ রানে ভর করে ৪৯৪ রান করে।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ৪টি এবং মোস্তাফিজুর রহমান ২টি উইকেট নেন।

জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে করেছিল ১৩৩ রান।

 

পূর্ববর্তী নিবন্ধনারী দিবসে লাতিন আমেরিকায় বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবলিউডের সেরা সাত নারী নির্মাতা