সৌদি বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

পপুলার২৪নিউজ ডেস্ক :

সৌদি বাদশাহ ও পবিত্র দুটি মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছান। এর আগে প্রধানমন্ত্রী সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি পারস্পরিক স্বার্থেই আপনাদের বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আমরা আমাদের উন্নয়ন অভিযাত্রায় একে অপরের হাতে হাত রেখে চলতে পারি।’

পূর্ববর্তী নিবন্ধক্রিমিয়ার কলেজে বোমা হামলায় নিহত ১৮
পরবর্তী নিবন্ধমাসুদা ভাট্টিকে ফোন করে ক্ষমা চাইলেন ব্যারিস্টার মইনুল হোসেন