সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

পপুলার২৪নিউজ ডেস্ক:

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এ হামলা চালানো হয়।

তবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরের বাইরে সেটি বিধ্বস্ত করে সৌদি নিরাপত্তা বাহিনী। ফলে এ হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর আল জাজিরার।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের এক মুখপাত্র সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ‘৮০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। কারণ সৌদি সরকার আমাদের নিরীহ মানুষকে হত্যা করছে। তাই তারা আমাদের ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পাবে না।’

হামলার পর হুথিরা তাদের টুইটার অ্যাকাউন্টে হামলার দায় স্বীকার করে বলে জানিয়েছে বেসরকারি টেলিভিশন আল মাশিরাহ।

সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম এসপিএ দেশটির সামরিক কর্মকর্তা টুর্ক আল মালিকির বরাত দিয়ে বলেছে, ইয়েমেনের ভেতর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনের জন্য ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলা শুরু হয়। কয়েক মাস আগে এ অভিযান শেষ করে সৌদি আরব।

সৌদি আরবের হামলায় ইয়েমেনে প্রায় ১০ হাজার মানুষ মারা যায় এবং আহত হয় ৪০ হাজার।

সর্বশেষ জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে হামলায় বিধ্বস্ত এলাকায় কয়েক লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বল্প বসনায় অফিস পার্টিতে এলেন দুই অজি মডেল, অতঃপর…!
পরবর্তী নিবন্ধমিয়ানমারকে চাপ দিন : অস্ট্রেলিয়াকে তোফায়েল