সৌদি আরবে বন্দুকধারীর গুলিতে ৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত  

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সৌদি আরবের আছিরপ্রদেশের একটি তল্লাশিচৌকিতে গোলাগুলিতে দেশটির নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা নিহত ও আরও চারজন আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল অ্যারাবিয়া এ তথ্য জানিয়েছে।

তল্লাশিচৌকিতে হামলা চালানো হলে তাৎক্ষণিকভাবে তিন কর্মকর্তা নিহত হন।

তবে এ হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও জানা সম্ভব হয়নি।-খবর এএফপি ও রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষক দুই সন্দেহভাজনকে আটক করেছেন। এ ছাড়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি করে এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ সন্দেহভাজনদের নাম উল্লেখ করেননি।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি সরকার প্রতিবেশী ইয়ামেনের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়েছে।

ইয়ামেনে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত সরকারকে ক্ষমতায় বসাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইরান সমর্থিত হুতি সম্প্রদায়ের বিরুদ্ধে গত তিন বছর ধরে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে।

সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়ামেনে সংঘাতে চিরবৈরী সৌদি আরব ও ইরান পরস্পরবিরোধী অবস্থান নিয়ে আসছে।

গত বছরের নভেম্বরে ৪০ মুসলিম দেশের অংশগ্রহণে ইসলামিক সন্ত্রাসবিরোধী জোটের বৈঠকে সন্ত্রাসীদের শেষ দেখে নেয়ার হুমকি দেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।

পূর্ববর্তী নিবন্ধ১০০ প্রভাবশালীর তালিকায় নেই পুতিন-এরদোগান!
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রতারণা, আটক ৫