সৌদিতে ৪১ মুসলিম দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন

পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্কের মধ্যে সৌদি আরবে আগামী সপ্তাহে শুরু হচ্ছে ৪১ মুসলিম দেশের সন্ত্রাসবিরোধী জোটের (আইএমএএফটি) প্রতিরক্ষামন্ত্রীদের  সম্মেলন।
রাজধানী রিয়াদে ২৬ নভেম্বর এ সম্মেলন শুরু হবে।
শনিবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক খবরে বলা হয়েছে, আইএমএএফটির সদস্যদের মধ্যে সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে  প্রতিরক্ষামন্ত্রীদের এ বৈঠক আয়োজন করা হচ্ছে।
প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে খারাপ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যজুড়ে আইএসের মতো জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে এ সম্মেলন বেশ গুরুত্ব বহন করছে।
বৈঠকে দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা ছাড়াও রাষ্ট্রদূত ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে নিরাপত্তা বিষয়ে সদস্য দেশগুলোর থেকে প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করা হবে। নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতাপূর্বক সন্ত্রাস দমনে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হবে।
এসপিএর রিপোর্টে বলা হয়- ইরাক, সিরিয়া ও অন্যান্য দেশে সন্ত্রাস দমনে সংস্থার অধীনে ৩৪ হাজার সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা হবে। ইতিপূর্বে বিভিন্ন দেশ ৩৪ হাজার সৈন্য পাঠানোর সম্মতি জানায়।
উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি আরবের ডাকে ৪১ মুসলিম দেশ আইএমএএফটি গঠন ও এর সদস্য হয়। ওই বছরের জানুয়ারি মাসে পাকিস্তানের সদ্য অবসরে যাওয়া সেনাপ্রধান মেজর জেনারেল রাহেল শরিফকে এ সংস্থার কমান্ডার-ইন-চিফ নিয়োগ করা হয়।
পূর্ববর্তী নিবন্ধআমরা কাতার প্রতিষ্ঠা করেছি, আমরাই রক্ষা করব: শেখ শুহাইম
পরবর্তী নিবন্ধপরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া