প্রবাসীদের সঙ্গে থাকা পরিবারের সদস্য এবং ডিপেনডেন্টদের উপর আরোপিত মাসিক ফি আকামা (রেসিডেন্ট পারমিট) নবায়ন অথবা এক্সিট-রিএন্ট্রি ভিসা ইস্যুর আগেই পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট অধিদফতর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যাংকগুলো এই ফি গ্রহণের জন্য ইতিমধ্যে তাদের সফটওয়্যার তৈরি করেছে। পরিবারের সঙ্গে থাকা সদস্য এবং ডিপেনডেন্টদের ওপর অর্পিত ফি অগ্রীম পরিশোধ করতে হবে।
যাদের উপর এই ফি কার্যকর হবে তারা হলেন, স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, গৃহকর্মী, চালক এবং প্রবাসীর আকামার ওপর নিবন্ধিতরা।
২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া জনপ্রতি মাসিক ১০০ রিয়াল, (২৭ ডলার) ২০১৮ সালের জুলাই থেকে ২০০ রিয়াল, ২০১৯ সালে ৩০০ রিয়াল এবং সেটা ২০২০ সালে মাসিক ৪০০ রিয়ালে রুপান্তরিত হবে।
২০১৭ সালের বাজেটে এই খাত থেকে ১ বিলিয়ন রিয়াল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যায় ২০২০ সাল নাগাদ ৫৬ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
সৌদি নাগরিকদের নিয়োগকৃত গৃহকর্মীরা এই ফি’র আওতামুক্ত থাকবেন বলেও বাজেট ঘোষণায় জানানো হয়।