সৌদিতে গ্রেফতার ২০১, দশ হাজার কোটি ডলার জব্দ

পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরবে দুর্নীতির অভিযোগে গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে ২০১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে। খবর এএফপির।
সৌদি আরবে তথ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ২০৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেখান থেকে ৭ জনকে মুক্তি দেয়া হয়। বাকি ২০১ জনকে গ্রেফতার করা হয়।
এ অভিযানে সৌদি আরবে ওয়ারেন বাফেট খ্যাত হাজার হাজার কোটি টাকার মালিক প্রিন্স আল ওয়ালেদ বিন তালালসহ রাজ পরিবারের একাধিক সদস্য ও সাবেক-বর্তমান ৩৮ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেফতারের পাশাপাশি অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে পরিচিত সূত্র বুধবার নতুন ধরপাকড়ের খবর জানিয়েছে।
গত শনিবার দুর্নীতিবিরোধী অভিযান শুরুর পর সৌদি রাজ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী মিলিয়ে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, ঘুষ লেনদেন, চাঁদাবাজি ও সরকারি অফিসকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার অভিযোগ আনা হয়েছে।
এ অভিযানের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছে সৌদি তথ্য মন্ত্রণালয়।
তারা বলছেন, অনুসন্ধানে গত তিন বছরে প্রায় ১০০ বিলিয়ন ডলার দুর্নীতির তথ্য পাওয়া গেছে। ওইসব সম্পদ জব্দ করা হয়েছে।
পূর্ববর্তী নিবন্ধগ্রিসকে ৪-১ গোলে উড়িয়ে দিল ক্রোয়েশিয়া
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক প্রতারকচক্রের ৩ সদস্য গ্রেফতার