পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপির সমাবেশ উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরুদ্ধ করে রেখেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সবগুলো পথ। ভোরবেলা থেকেই গেটগুলোতে পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছে।
ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু তাদের সেই আবেদন নাকচ করা হয়েছে। এমতাবস্থায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে যেকোনো রকম নাশকতামুলক পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কোনো পূর্বঘোষণা ছাড়া হঠাৎ উদ্যানে প্রবেশ বন্ধ করে দেওয়ায় প্রতিদিন এ উদ্যানে প্রাতঃভ্রমণ করতে আসা বিভিন্ন বয়সের অসংখ্য নারী ও পুরুষ বিড়ম্বনায় পড়েন। পুলিশকে অনুরোধ করেও কাজ হয়নি। তাদের কেউ কেউ আবার পুলিশের সাথে তর্কে জড়ান। সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি সকাল থেকে বিএনপির নয়াপল্টনের প্রধান কার্যালয়ও ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।