সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে ভারতছাড়া পাকিস্তানি উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক : ভারতে চলতি ২০২৩ বিশ্বকাপটি ভালো কাটছে না পাকিস্তানি সাংবাদিকদের। এমনিতে খেলোয়াড়দের ভিসা পেতে অনেক দেরি হয়েছে। তার উপর সাংবাদিকদের অনেকে এখনও ভিসা পাননি। এর মধ্যে তাদের জন্য আসলো আরো এক খারাপ খবর।

পাকিস্তান ও আইসিসির জনপ্রিয় টিভি উপস্থাপিকা জয়নব আব্বাসকে ছাড়তে হলো ভারত। যদিও আইসিসি আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেনি।

চলতি বিশ্বকাপে বিভিন্ন ম্যাচ শুরুর আগে উপস্থাপনা করার কথা ছিল জয়নব আব্বাসের। কিন্তু অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া তার একটি ‘হিন্দু-বিদ্বেষী’ পোস্টের কারণে সমালোচনা এড়াতে তাকে বিশ্বকাপ থেকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন।

কিছুদিন আগে হিন্দু-বিদ্বেষী পোস্টের কারণে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ভিনেত জিনদাল জয়নবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়েরের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে সবাইকে জানান।

জিনদালের মতে জয়নবের টুইটটি ছিল ৯ বছর আগের করা। তখন তার একাউন্টের নাম ছিল ‘জয়নবলাভারস্ক’। পরবর্তীতে তিনি সেটি ভেরিফাইড করেন যা বর্তমানে চালাচ্ছেন।

 

পূর্ববর্তী নিবন্ধমেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ২৯ অক্টোবর
পরবর্তী নিবন্ধধর্মশালার মাঠকে ‘বাজে’ বললেন বাটলার