পপুলার২৪নিউজ ডেস্ক: মহামারী নতুন করোনাভাইরাসের প্রাদর্ভাবের মধ্যে চলতি সপ্তাহের সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম রোববার এতথ্য জানান।
তিনি বলেন, মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন থাকায় সোমবারের মন্ত্রিসভা বৈঠকের সূচি আগে থেকেই নির্ধারিত ছিল না। ওই অধিবেশন স্থগিত হলেও সোমবার মন্ত্রিসভার কোনো বৈঠক নেই।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।
মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি রবি-সোমবার (২২-২৩ মার্চ) সংসদের বিশেষ অধিবেশন ডাকায় ২৩ মার্চ মন্ত্রিসভা বৈঠকের সূচি রাখা হয়নি। দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় শনিবার সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হলেও সোমবার মন্ত্রিসভার বৈঠক হবে না।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া সভা না করতে সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অনলাইনে ফাইল অনুমোদনসহ অন্যান্য দাপ্তরিক কাজ করতে হবে।
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় মন্ত্রিসভার সোমবারের নিয়মিত বৈঠকটি প্রতি সোমবার হবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী এখনও কোনো নির্দেশনা দেননি বলে জানান তিনি।