সোনালী ব্যাংক ও লালমাটিয়া সরকারী মহিলা কলেজের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং লালমাটিয়া মহিলা কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ১৩ ফেব্রুয়ারি, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং লালমাটিয়া সরকারী মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ রফিকুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, মীর মোফাজ্জল হোসেন, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, লালমাটিয়া সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরীন আহমেদ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, অন্যান্য নির্বাহী এবং লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত অফিসারদের ৩ দিনব্যাপী ট্রেনিং কোর্স শুরু
পরবর্তী নিবন্ধনিপাহ ভাইরাস এখন নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী