সোনালী ব্যাংকে ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক:

সাইবার হামলার হুমকি মোকাবেলায় ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ৮ আগস্ট, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ বি এম রুহুল আজাদ, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান, ড. আবুল কালাম আজাদ ও গোপাল চন্দ্র ঘোষ।

রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইন্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ ব্যাংকের চিফ ইনফরমেশন ‍সিকিউরিটি অফিসার ও সাইবার সিকিউরিটি ইউনিট প্রধান মোহাম্মদ ইসহাক মিয়া। কর্মশালায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়সহ স্থানীয় কার্যালয়, বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা, রমনা কর্পোরেট শাখা এবং জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা সেন্ট্রাল, নর্থ ও সাউথের জেনারেল ম্যানেজারবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালাটি আয়োজনের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করাসহ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) এর সাইবার সিকিউরিটি সংক্রান্ত কমপ্লায়েন্স ইস্যু পরিপালনে সহায়তা করবে।

পূর্ববর্তী নিবন্ধজেনিথ ইসলামী লাইফের গ্রাহক গন ঢাকা ব্যাংকের মাধ্যমে প্রিমিয়াম জমা করতে পারবেন
পরবর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষা পেছানোর যৌক্তিকতা নেই : শিক্ষামন্ত্রী