সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এর সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:                ফাইল ছবি

সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ১৯তম সভা অনুষ্ঠিত। ৩০ এপ্রিল, রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম।

সভায় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধফখর জামানের সেঞ্চুরিতে ভর করে জিতেল পাকিস্তান
পরবর্তী নিবন্ধসরকারের লোকজনই আচরণবিধি ভঙ্গ করছেন : ইসি আলমগীর