সোনালী ব্যাংকের সাথে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক

পপুলার২৪নিউজ ডেস্ক:

সোনালী ব্যাংক লিমিটেড এর নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর মাধ্যমে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন ফিস আদায় ও ই-চালান ইস্যুর নিমিত্ত সোনালী ব্যাংক লিমিটেড এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী টিপু মুনশি,এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান। সমঝোতা স্মারকে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে চীফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে প্রধান নিয়ন্ত্রক সোলেমান খান স্বাক্ষর করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন, সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মুরশেদুল কবীর, জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোঃ মনিiæজ্জামান এবং বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সোনালী ব্যাংক লিমিটেড এর অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধদুর্নীতিবাজ যে দলেরই হোক ছাড় নেই: প্রধানমন্ত্রী