সোনালী ব্যাংকের নতুন নাম সোনালী ব্যাংক পিএলসি

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে সোনালী ব্যাংক লিমিটেড এর নাম পরিবর্তিত হয়ে সোনালী ব্যাংক পিএলসি নতুন নামে কার্যক্রম শুরু করবে। ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছে ব্যাংকের শেয়ারহোল্ডারগণ।

বিশেষ সাধারণ সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালকবৃন্দ, সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং কোম্পানী সেক্রেটারি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর আপ্যায়নে যা যা ছিল
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে পু‌তি‌নের অভিনন্দন