কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সেন্টমার্টিনে পর্যটক সীমিত করলে পর্যটনশিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে সী ক্রুজ অপারেটির ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরে লাবনী পয়েন্টে অবস্থিত একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ‘স্কোয়াব’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেয়ারীর প্রতিনিধি নুর মোহাম্মদ সিদ্দিকী ও টুয়াকের প্রতিনিধি এসএ কাজল।
লিখিত বক্তব্যে জানানো হয়, সেন্টমার্টিনে জাহাজ চলাচল সীমিত করার চিন্তা করছে বিআইডব্লিউটিএ। মাত্র দুইটি জাহাজ চললে কয়েক হাজার পর্যটক বঞ্চিত হবে, যার প্রভাব পড়বে পুরো পর্যটন শিল্পে। ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসা। জাহাজ চলাচল বন্ধ হলেও বিকল্প পথে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের নৌকায় চড়ে সেন্টমার্টিন যাবে পর্যটকেরা। সুতরাং যে উদ্দেশ্যে জাহাজ চলাচল সীমিত করা হচ্ছে তার কোন সুফল আসবে না। বরং ঝুঁকি বাড়বে পর্যটন খাতে।