সেনা জিপের সামনে বাঁধা যুবক, ভারতে বিতর্ক

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উপনির্বাচনে আইনশৃংখলা বাহিনীর সদস্যকে নির্যাতনের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরেক বিতর্ক।

বৃহস্পতিবার কাশ্মীরে ইন্টারনেট চালুর নিষেধাজ্ঞা উঠে পাওয়ার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এতে দেখা গেছে, ভারতীয় সেনাবাহিনীর জিপের সামনে দড়ি দিয়ে বাঁধা রয়েছে এক যুবক। জিপটি সমানে সামনে ধাবমান।

এ সময় এক সেনা সদস্যকে বলতে শোনা গেছে, ‘যারা পাথর নিক্ষেপ করবে, তারা একই পরিণতি ভোগ করবে।’

মূলত বিক্ষুব্ধ জনতা যাতে জিপে পাথর ছুড়তে না পারে সেজন্যই ওই যুবককে জীবন্ত ঢাল বানিয়ে ব্যবহার করেছে সেনাবাহিনী।

ওই যুবকের নাম ফারুক আহমেদ দার। বাদগামের সিতাহরন গ্রামের বাসিন্দা তিনি।

ফারুক জানিয়েছেন, তিনি পাথর নিক্ষেপকারী নন। জীবনে কখনও এমন কাজ করেননি। শাল ও কার্পেটে অ্যাম্বড্রয়েরির কাজ করেন তিনি।

তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে নতুন তোলপাড় শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ বিএসসি টাওয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিয়ে করলেন কারিশ্মার সাবেক স্বামী সঞ্জয় কাপূর