সেঞ্চুরি মুমিনুলের, শান্ত দেড়শ ছাড়িয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: রীতিমত স্বপ্নময় ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। লঙ্কান বোলাররা উইকেটের জন্য হাপিত্যেশ করছেন, কিন্তু তাতে তাদের থোড়াই কেয়ার! দেখেশুনে সেশনের পর সেশন পার করে দিচ্ছেন এই যুগল।

দ্বিতীয় দিনের সকালের সেশনেও শান্ত-মুমিনুলের জুটি ভাঙতে পারেনি না শ্রীলঙ্কা। হাসিমুখেই লাঞ্চ বিরতিতে গেছেন দুই ব্যাটসম্যান। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান।

টেস্ট ক্রিকেটে প্রতিটি সকালই এক একটি বড় পরীক্ষা। কেননা সকালে পেসাররা কিছুটা সাহায্য পান পিচ থেকে। ব্যাটিংটা করতে হয় বেশ সাবধানতার সঙ্গে, একটু ভুল হলেই উইকেট হারানোর সম্ভাবনা।

তবে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে দারুণ ব্যাটিং করা শান্ত আর মুমিনুল দ্বিতীয় দিনের সকালের ভয়কেও জয় করলেন আত্মবিশ্বাসের সঙ্গে। সবমিলিয়ে ৭৯.৩ ওভার অবিচ্ছিন্ন আছেন তারা। যোগ করেছেন ২২৬ রান।

শান্তর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুলও। ২৪৬ বলে ৯ বাউন্ডারিতে ১০৭ রানে অপরাজিত আছেন টাইগার দলপতি। এটি তার ক্যারিয়ারের ১১তম এবং বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি।

অন্যদিকে ৩৬০ বল মোকাবেলায় ১৬ চার আর ১ ছক্কায় শান্ত ব্যাট করছেন ১৫৫ রানে। ক্যারিয়ারসেরা ইনিংস খেলা এই তরুণ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে।

এর আগে ২ উইকেটে ৩০২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। শান্ত ২৮৮ বল মোকাবেলায় ১৪ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ১২৬ রানে। অধিনায়ক মুমিনুল হক ১৫০ বলে ৬ বাউন্ডারিতে দিন শেষ করেন ৬৪ রান নিয়ে।

উইকেটে সবুজ ঘাসের আধিক্য থাকলেও, টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান ডানহাতি ওপেনার সাইফ হাসান। তবে বিপদ আর বাড়তে দেননি তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

টস জিতে ব্যাট করতে নেমে সুরঙ্গা লাকমলের প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে অনসাইড দিয়েই বাউন্ডারি দুইটি মারেন তিনি। কিন্তু বিশ্ব ফার্নান্দোর করার পরের ওভারে এর উল্টোটাই করেন সাইফ।

প্রথম পাঁচ বল ডট খেলার পর শেষ বলটি আঘাত হানে তার পায়ে। শ্রীলঙ্কানদের জোড়ালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। ম্যাচের প্রথম রিভিউ নিয়ে সাইফের বিদায় ঘণ্টা বাজান লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে, শূন্য রানে ফিরতে হয় সাইফকে।

সঙ্গীকে হারালেও তামিম পরের ওভারে আবার হাঁকান বাউন্ডারি। এমনকি বিশ্বর ওভারেও তাকে খেলতে দেখা যায় সাবলীলভাবে। এই বাঁহাতি পেসারের করা ইনিংসের ষষ্ঠ ওভারে তিন চারের মারে ১৪ রান নেন তামিম। একইসঙ্গে ছুঁয়ে ফেলেন টেস্টে ৪৫৩৭ রান করা মুশফিককে।

বিশ্বর করা পরের ওভারের প্রথম বলে এক রান নিয়ে মুশফিককে ছাড়িয়ে যান তামিম। মুশফিকের সাতটি টেস্ট কম খেলেই এ রান করে ফেলেছেন বাঁহাতি ওপেনার তামিম। রান তোলার গড়েও এগিয়ে তামিম। মুশফিক রান করেছেন ৩৬.৫৮ গড়ে, অন্যদিকে তামিমের রান এসেছে ৩৮-র বেশি গড়ে।

পূর্ববর্তী নিবন্ধদেশে পুরুষের গড় আয়ু ৭১, নারীর ৭৫
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে নিহত পরিবারকে ৩ কোটি টাকা করে দিতে রিট