সেই নবজাতকের বাবা বড় মনির নয় : ডিএনএ টেস্ট রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের বাবা টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌র নয়। এমন তথ্য এসেছে ডিএনএ টেস্ট রিপোর্টে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে এই ডিএনএ টেস্ট রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই ডিএনএ টেস্ট রিপোর্টের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ আগস্ট ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রকে হাইকোর্টের দেওয়া জা‌মিন ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এসময়ের মধ্যে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্ট রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বড় মনিরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

ওইদিন শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, বড় মনির প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে বিচার চাইতে এসে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। শিশুর ডিএনএ টেস্ট করতে নমুনা সংগ্রহে বাধা দিচ্ছেন তারা।

এসময় আপিল বিভাগ আসামিপক্ষের আইনজীবীদের ডিএনএ টেস্ট করতে সহযোগিতা করতে বলেন।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ পাবে টিসিবি কার্ডধারীরা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ইউ,পি চেয়ারম্যান সাব্বির খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ