সেই চালকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিচারপতির গাড়ির ধাক্কায় জাবিন ফয়সাল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী মারাত্মক জখম হওয়ার ঘটনায় ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওই গাড়ির মালিক হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুকে সোমবার এই নির্দেশ দেন।

নির্দেশে কর্তব্য কাজে অবহেলার দায়ে গাড়ি চালক কামালের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এ ব্যাপারে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ অফিসার মো. খায়রুল আলম লিটন জানান, ইতোমধ্যেই ট্রাইব্যুনালের রেজিস্ট্রার গাড়িচালক মো. কামাল হোসেনকে শোকজ নোটিশ প্রদান করেছেন।

শোকজ নোটিশে উল্টোপথে গাড়ি চালানোর দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিনদিনের মধ্যে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় উল্টোপথ দিয়ে আসা গাড়ির ধাক্কায় রূপসী বাংলা হোটেল ক্রসিংয়ের কাছে জাবিন ফয়সাল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। গাড়িটি হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের। তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

পূর্ববর্তী নিবন্ধহাজিরা দিতে সিএমএম আদালতে জাবির ৫৬ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধঢাকায় পৌঁছেছে গেরিলা কমান্ডার শহীদুল মামার মরদেহ