ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, একই সঙ্গে ক্রিকেটবিষয়ক দুই পদে বহাল থাকতে পারবেন না কোনো কর্মকর্তা। এই ইস্যুতে শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণকে চিঠি দিয়েছে বিসিসিআই।
ভারতের ক্রিকেট অ্যাডভাইজার কমিটির (সিএসি) দুই সদস্য শচীন ও লক্ষণ। তবে এমন দায়িত্বে বহাল থাকার পরও চলমান আইপিএলে জড়িত আছেন দুই মহারথী।
মুম্বাই ইন্ডিয়ানসের উপদেষ্টা হিসেবে কাজ করছেন টেন্ডুলকার। আর সানরাইজার্স হায়দরাবাদে উপদেষ্টার ভূমিকায় আছেন লক্ষণ। বিষয়টি বিসিসিআইয়ের নিয়মবহির্ভূত। তাই দুই সাবেক তারকাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বোর্ড।
এর আগে একই ইস্যুতে ভারতের আরেক সাবেক কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক করে বিসিসিআই। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে আছেন তিনি। পাশাপাশি এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টার ভূমিকা পালন করছেন। তবে তার সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় বোর্ড।