সু চির নির্লিপ্ততার কঠোর সমালোচনায় জাতিসংঘের দূত

পপুলার২৪নিউজ ডেস্ক:
রোহিঙ্গা সংকটে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেছেন মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে নিয়োজিত বিশেষ দূত ইয়াংহি লি।
বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ সদর দফতরে এক বক্তব্যে সু চির সমালোচনা করেন তিনি।
একই সঙ্গে রোহিঙ্গা সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করেন লি।
ইয়াংহি লি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারে ঘৃণার মাত্রা এতটাই তীব্র যে হত্যাযজ্ঞ নিয়ে গণমাধ্যমগুলোও নিশ্চুপ ভূমিকা পালনে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, রাখাইনে কোনো ধরনের শিক্ষা-স্বাস্থ্যসেবার জায়গা নেই। সেখানে দশকের পর দশক ধরে চলছে রোহিঙ্গাদের জাতিগত নিধন। এ অবস্থায় সু চির নির্লিপ্ত আচরণে আমি আশাহত। তার বক্তব্যে মনে হয়, রোহিঙ্গা নামের কোনো জনগোষ্ঠীর অস্তিত্বই নেই।
সু চি নিজের জনপ্রিয়তা আর মানবিকতা বোধ কাজে লাগিয়ে এই বর্বরতা থামাতে পারতেন বলেও মন্তব্য করেন জাতিসংঘের দূত।
পূর্ববর্তী নিবন্ধসীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত
পরবর্তী নিবন্ধতিন দেশে মুক্তি পেল ডুব