সুয়ারেজের গোলে প্রথমার্ধে এগিয়ে উরুগুয়ে

 পপুলার২৪নিউজ  ডেস্ক:
 

সৌদি আরবের বিপক্ষে লুইস সয়ারেজের দিকে তাকিয়ে ছিল উরুগুয়ে। কারণ এটি তার শততম ম্যাচ। আস্থার প্রতিদানও দিলেন প্রাণভোমরা। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি সৌদির। প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারে তারা। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে আজ জিততেই হবে তাদের।

এমন সমীকরণের ম্যাচে সূচনাটা ভালো করতে পারেনি মুসলিম অধ্যুষিত দেশটি। আক্রমণ শাণাতে তো পারেনি, উল্টো উরুগুয়ের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকেন ওসামারা। এক পর্যায়ে তো তা ঠেকাতেই পারেননি।

২৩ মিনিটে গোল হজম করতে বাধ্য হয় সৌদি আরব। কার্লস সুয়ারেজের অ্যাসিস্টে নিশানাভেদ করেন লুইস সুয়ারেজ। দেশের জার্সিতে এটি তার ৫২তম গোল।

গোল খাওয়ার পর যেন টনক নড়ে হুয়ান আন্তোনিও পিজ্জির শিষ্যদের। কাউন্টার অ্যাটাকে উরুগুইয়ান রক্ষণভাগে ত্রাস ছড়ান তারা। তবে প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা
পরবর্তী নিবন্ধব্যবসায়ীকে বিয়ে করলেন ডিপজলকন্যা