সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি জয়ী হব : হিরো আলম

নিজস্ব প্রতিবেদক:

প্রার্থিতা ফিরে পাওয়ার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই আমি জয়ী হব।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

হিরো আলম বলেন, বগুড়া-৪ আসন থেকে ডাব প্রতীকে (বাংলাদেশ কংগ্রেস পার্টি) আমি নির্বাচনে অংশ নেব। আজ আমার প্রার্থিতা ফেরত পেয়েছি। সেজন্য নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত মাঠে অবশ্যই থাকব। মাঠে থাকার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি।

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই জয়ী হব। আগেও কিন্তু নির্বাচনে ভোটে তারা (প্রতিপক্ষ) হারাতে পারেনি। তাই এবারও যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি আশা রাখি আমি নির্বাচিত হব।

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে আবারও কেন নির্বাচনে অংশ নিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও তিনবার নির্বাচন করেছি। অনেক কষ্ট করেছি। মার খেয়েছি। সেজন্য এলাকাবাসী আমাকে বলেছে নির্বাচনে অংশ নিতে। তারা সবাই বলছে, এতদূর যেহেতু কষ্ট করে এসেছো তাহলে এবারও নির্বাচন অংশ নাও। সেজন্য এলাকাবাসীর অনুরোধে আবারও নির্বাচনে দাঁড়িয়েছি।

পূর্ববর্তী নিবন্ধদীপু মনির বার্ষিক আয় ৯০ লাখ টাকা
পরবর্তী নিবন্ধনির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিন